ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমপিএইচআরএম প্রোগ্রামের পরিচালক অধ্যাপক মোঃ আলী আক্কাস
এবং ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ও সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলামেরর সভাপতিত্বে "Career
Opportunities and Challenges in the Middle Income Countries" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত
সেমিনারে যুক্তরাজ্যের লিংকন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান সেমিনার বক্তা
হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র অধ্যাপক আলী আক্কাস এবং অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল
ইসলাম উক্ত বিষয়ের উপর আলোচনা করেন। ড. মাহফুজুর রহমান ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ
মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে
কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ক্লাউড এবং বিগ ডেটা সম্পর্কিত জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা
সম্পর্কে আলোকপাত করেন। ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন সেমিনার
বক্তা ড. মাহফুজুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিভাগে এরূপ জ্ঞাননির্ভর সেমিনার কার্যক্রম চলমান
থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Industry 4.0 and Its Implications on Human Resource Management Practices: A Systematic Literature Review and Bibliometric Analysis
Dhaka University Journal of Management Vol. 15 , No. 1 & 2, January 2023 - December 2023https://doi.org/10.57240/DUJMV15A8 Industry 4.0 and Its Implications on Human ResourceManagement Practices: A Systematic Literature Review andBibliometric AnalysisMd. Nazmus...